গল্প:- মেঘ না চাইতেই বৃষ্টিヲ লেখা:- Umme Nipa বাইরে হালকা বৃষ্টি,ইরা অনেকদিন পর বাসায় ফিরছে।৩বছর যাবত ইরা ঢাকাতে লেখাপড়া করছে। চেনা এলাকা,চেনা মানুষ জনদের সাথে দেখা হয়না বহুকাল।ভার্সিটি বন্ধ হলেই ছুটে আসে।আর মাত্র ২ঘণ্টা পর মা,বাবা,আর ছোট ভাইয়ের সাথে দেখা হবে।মোড় থেকে সি এন জি ঠিক করলো।কিছুক্ষন পর একজন ছেলে বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে ইরাকে জিজ্ঞেস করলো, আপু বাংলাবাজার এখান থেকে কিভাবে যাব? ইরা একটু হেসেই বললো,এখান থেকে সি এন জি নিয়ে চলে জান, ওদের বললেই হবে। তখন ছেলেটা ইরার দিকে তাকিয়ে বললো,এই সি এন জি কি যাবেনা? ইরা:- এটা তে আমি আছি দেখেন না? তখন ছেলেটা নিচের দিকে তাকিয়ে সামনে গিয়ে দাড়িয়ে সি এন খুঁজছে। বৃষ্টির মধ্যে কোন সি এন জি পাচ্ছেনা। ইরার সি এন জি চালক কে থামতে বলে ছেলেকে ডাক দিল, ইরা:- আসেন,আমার সি এন জি তে। ছেলেটা:- না থাক, আপনি জান,আমি চলে যাব। ইরা:- আরে আসুন তো।এখানে আজ সারাদিন দাড়ালেও পাবেন না। ছেলেটা কিছু না বলেই উঠলো। সি এন জি চলা শুরু করলো,সাথে শুরু হলো দু প্রান্তের দু ধরনের মানুষ এর এক ই দিকে গন্তব্য..... ইরা টিস্যু দিয়ে ছেলেকে বললো,নিন মাথা মুছে নিন,ভিজে গেছে। ছ...