বাংলালিংকে ৫০০ এমবি এবং ৫০০ এসএমএস একদম ফ্রী।ডায়েল করুন*৮৮৮#
পিচ্চি বর
পিচ্চি বর 😉 ১. আহা আজকের সকাল টা কতোই না সুন্দর। রাতের ঘুমটাও শান্তির হয়েছে। এক ঘুমে পুরা রাত পার করে দিলাম। এই বাসাটা আগের বাসা থেকে অনেক বেশি সুন্দর। ভাড়াটে হওয়ার সুবিধা গুলা ভালোই। কয়েক মাস বা বছর পর পর নতুন নতুন বাসা।নতুন পরিবেশ, নতুন বাড়িওয়ালা। অসুবিধা হলো বাড়িওয়ালা মাঝেমাঝে না প্রায় বদকার টাইপের হয়। আগের বাসার বাড়িওয়ালা ছিলো বদে পরিপূর্ণ একটা মানুষ। বদ হতে হলে যতো রকমের গুণাবলী দরকার সব তাহার চরিত্রে আসিয়া ভিড়িয়াছে।যাই হোক বদের হাত থেকে বাঁচার জন্য ওই বাসায় ওঠার ২ মাস পরেই নতুন বাসায় আসতে হয়েছে। এই বাসার বাড়িওয়ালা কে এখনো দেখি নাই। মা বলল বেশ ভদ্র। তবে তার স্ত্রী নাকি অমায়িক চরিত্রের মানুষ। আমি এখনো তাদের সাথে পরিচিত হই নাই তাই সিওর না। এখন বিছানা ছেড়ে ওঠা দরকার। বই, খাতা,কাপড়,কসমেট িক্স আরো বিভিন্ন জিনিষপত্র গোছাতে হবে। হটাৎ কলিংবেল বেজে উঠলো। বাজছেই কেউ খুলছে না। মনে হয় মা এখনো ঘুমুচ্ছে। আমাকেই যেতে হবে কারন বাসায় আমি আর মা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। ভাইয়া ২ বছর যাবত স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড এ আছে। বাবা অনেক আগেই মারা গেছেন। আমি তখন ক্লাস ৯ এ পড়ি। খুব কেঁদেছিলাম। দর...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন